gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় এমপি তৌহিদুজ্জামানের উদ্যোগে স্বাস্থ্য সেবা প্রদান
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ১১:০৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-05-07_663a605f775d4.jpg

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মো. তৌহিদুজ্জামানের পক্ষে দিনব্যাপী বিনামূল্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগ নির্ণয় ও স্বাস্থ্য পরামর্শের জন্য মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। একইসাথে তাপদাহে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারীদের মধ্যে খাবার পানি, ভিটামিন সি সমৃদ্ধ শরবত ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে মেইন বাসস্ট্যান্ডে ও বিকালে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভিন্নধর্মী এই কার্যক্রম পরিচালনা করা হয়।
দু’টি মেডিকেল ক্যাম্পে ১২০ জন রোগীর উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। মেডিকেল ক্যাম্পে আগত রোগীরা জানান, আমাদের এমপির এই উদ্যোগটি খুব ভালো। গরিব অসহায় মানুষরা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। অনেকে জানেন না তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে কিনা। এই ক্যাম্পে পরীক্ষা করে বেশ উপকার হলো।
মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল ইসলাম ও আমবিয়া খাতুন রিমা।

আরও খবর

🔝