gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোরে যুবকের সোনার চেইন ছিনতাই

মোটরসাইকেল ও চাকুসহ ৩ যুবক আটক
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৯:০৩:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-24_66291f8950e26.jpg

যশোরে নাসিম আহমেদ নামে এক যুবককে ছুরিকাঘাত করে সোনার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নাসিম আহমেদ শার্শা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফয়েজ কাজীর ছেলে।
আটকরা হলেন সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মহিন নুর, খোলাডাঙ্গা ধর্মতলা হ্যাচারি পাড়ার সাব্বির হোসেন সুমন এবং খোলাডাঙ্গা কদমতলার আজাদ রানা ।
এই তিনজন এবং রঘুরামপুর পূর্বপাড়ার সাব্বির সরদারকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সাব্বির পলাতক।
নাসিম এজাহারে উল্লেখ করেছেন, আসামি মাহিন নুর তার পূর্ব পরিচিত। সে কারণে তাকে ৫০ হাজার টাকা ধার দেয়া হয়। ওই টাকা পরিশোধ করার কথা বলে মাহিন গত ২২ এপ্রিল তাকে ডেকে নিয়ে আসেন। তিনি একটি মোটরসাইকেলে শার্শা থেকে তার বাড়িতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ চলে গেলে বি পতেঙ্গালীর মাঠে ফাঁকা স্থানে নিয়ে চারজন মিলে নসিমকে মারপিট করে এক ভরির সোনার চেইন ছিনিয়ে নেন। সে সময় তিনি চিৎকার দিয়ে মোটরসাইকেল ফেলে পাশের এক বাড়িতে আশ্রয় নেন।
স্থানীয়রা নাসিমকে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করেন। পরে তিনি বিষয়টি ডিবি পুলিশকে জানালে একটি টিম ঘটনাস্থল থেকে তার মোটরসাইকেল উদ্ধার করে। রাতে তিনজনকে আটক করে পুলিশ। সোনার চেইনটি সাব্বিরের কাছে আছে বলে অন্যা আসামিরা স্বীকার করেন।

 

আরও খবর

🔝