gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট
প্রকাশ : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ০৯:০৫:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-15_661d42774b2b5.jpeg

বাকিতে মালামাল নেয়ার পর পাওনা টাকা চাওয়ায় যশোর সদর উপজেলার এড়েন্দা বাজারে জহিরুল ইসলাম মিন্টু নামে একজন ভূষি ব্যবসায়ীকে মারপিটে জখমের অভিযোগে মোফাজ্জেল হোসেন মুফা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মুফা ওই গ্রামের বশির উদ্দিনের ছেলে ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। এঘটনায় ব্যবসায়ী মিন্টু কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় তিনি উল্লেখ করেন, এড়েন্দা বাজারে তার ভূষিমালের দোকান আছে। আসামি মুফা তার দোকান থেকে পাঁচ হাজার টাকার ভূষিমাল বাকিতে নেন। এর কিছুদিন পর টাকা চাইলে ঘুরাতে থাকেন। গত ৪ মার্চ রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন মিন্টু। বাজারের পূর্বপাশে পৌঁছালে আসামি মুফা ও তার সহযোগী একই গ্রামের শরিফুল ইসলাম তার পথরোধ করে এলোপাতাড়ি মারপিট করেন। তারা বাঁশের লাঠি দিয়ে মিন্টুকে বেধড়ক পেটান। তার কাছ থেকে ৫০ হাজার ৭৮০ টাকা কেড়ে নিয়ে বিভিন্ন হুমকি দিয়ে চলে যান। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোতয়ালি থানার এসআই শরিফুল ইসলাম জানিয়েছেন, মামলার আসামি মুফাকে সোমবার সকালে বাড়ি থেকে আটক করা হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আরও খবর

🔝