gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৩:১৯:০০ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর প্রতিনিধি:
GK_2024-05-02_66335a8c66f91.jpg

আসন্ন মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে চেয়ারম্যান প্রার্থী মিকাইল হোসেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে শারীরিক ও রাজনৈতিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর স্ট্যাটার্স দেন। এসময় তিনি চেয়ারম্যান পদে মোটর সাইকেল মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনকে সমর্থন জানিয়ে কর্মী, সমর্থক ও ভোটারবৃন্দকে তাকে ভোট দেওয়ার অনুরোধ জানান। এর ফলে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রইলেন। তারা হলেন- আমজাদ হোসেন লাভলু (আনারস) ও প্রভাষক ফারুক হোসেন (মোটর সাইকেল)।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৮ মে মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)।

আরও খবর

🔝