gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নারী এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে
প্রকাশ : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০৭:৫৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-03-27_6604250a34652.jpg

আগামী জুলাই মাসে শুরু হবে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। এরই মধ্যে টুর্নামেন্টের সূচী প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসরে দু’টি গ্রুপে খেলবে আটটি দেশ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের বাকি তিনটি দল হলো মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। ‘এ’
গ্রুপের চারটি দল হলো ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
আসরের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই। উদ্বোধনী দিনের মতো প্রতিদিনই দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত ও আরব আমিরাত।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২২ জুলাই থাইল্যান্ড ও ২৩ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

আরও খবর

🔝