gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সম্প্রীতির কথা বলে আ.লীগ ভিন্নধর্মাম্বলম্বীদের হামলা করেছেঃ ফখরুল
প্রকাশ : শনিবার, ৪ জুন , ২০২২, ০৭:৩০:২৮ পিএম
ঢাকা অফিস:
1654349447.jpg
ধর্মীও সম্প্রীতির কথা বলে ক্ষমতায় আাসার পর থেকেই আওয়ামীলীগ ভিন্নধর্মাম্বলম্বীদের ওপর বারবার হামলা করেছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ভিন্নধর্মাম্বলম্বীদের জমিজমা ছিনিয়ে নিয়েছে যেটা ধর্মীও স্বাধীনতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে উঠে এসেছে।শনিবার (৪ জুন) ঢাকেশ্বরী মন্দিরে জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রার্থনা সভা শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে কয়েকবছর ধরে সরকার সাম্প্রদায়িক কথা বলার চেষ্টা করছে। বিভিন্ন সাম্প্রদিক হামলার মাধ্যমে ভিন্নধর্মের মানুষের জমি জমা ছিনিয়ে নিয়েছে, হামলা করেছে। এই সরকার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সরকার ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। গতকাল প্রকাশিত মার্কিন রিপোর্টেও তা বলা হচ্ছে।বিএনপির আরেক সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম নিয়ন্ত্রণ করছে আর দেশে এখন একটা নিরব দুর্ভিক্ষ চলছে। একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে টাকার মান কমছে। সরকারের দুঃশাসনের জন্যই এমনটা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। রহিম রুমনের প্রতিবেদন।নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হচ্ছে রাজনীতির ময়দান, আর সেই ময়দানে যেন আগুনে ঘি ঢেলেছে ধর্মীও স্বাধীনতা নিয়ে প্রকাশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট।বিএনপি নেতারা বলছেন গেলো তেরো বছরের সরকারে সব আমলনামা প্রকাশ হতে শুরু করেছে, র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞার পর এবার ধর্মীও স্বাধীনতা নিয়ে যে রিপোর্ট যুক্তরাষ্ট্র প্রকাশ করে সেটায় আবারো প্রমান হয়েছে আওয়ামীলীগ ধর্মীও সম্পৃতিতে বিশ্বাস করে না।বিএনপি নেতারা বলছেন জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার মানুষের সকল অধিকারকে গলা টিপে হত্যা করেছে, যেটা মার্কিন রিপোর্টে আস্তে আস্তে জনগনের কাছে পরিষ্কার হয়ে গেছে।

আরও খবর

🔝