gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা
প্রকাশ : বুধবার, ২৭ এপ্রিল , ২০২২, ০৯:৫৮:২৭ পিএম
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
1651075134.jpg
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে পড়েছে উপকূলীয় পাইকগাছার মানুষের জীবন-জীবিকা। নদ-নদী ও বেশিরভাগ সরকারি খাল ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিবছর যুক্ত হচ্ছে নতুন নতুন এলাকা। বেড়েছে লবণাক্ততা, ফলে কমে গেছে ফসল উৎপাদন, বিলুপ্ত হয়েছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ, তীব্র সঙ্কট দেখা দিয়েছে সুপেয় পানির। কর্মসংস্থানের অভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ অভিবাসন করতে বাধ্য হচ্ছে। এলাকাবাসী ও উপকূলীয় এলাকা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত দুই দশকেরও বেশি সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রাসহ সকল ক্ষেত্রে। ইতিমধ্যে এই এলাকার ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ এবং শিবসার আংশিক ভরাট হয়ে গেছে। এর ফলে দীর্ঘদিন বিচ্ছিন্ন রয়েছে নৌ-পথের যোগাযোগ ব্যবস্থা। একটা সময় ছিল যখন দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে অন্যতম মাধ্যম ছিল নৌপথ। গত এক দশকেরও বেশি সময় পাইকগাছার সাথে খুলনাসহ অন্যান্য স্থানের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ করে মালামাল পরিবহনে দুর্ভোগ এবং পরিবহন খরচ বেড়েছে। এছাড়া, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যে সকল সরকারি খাল ছিল সেসব বেশিরভাগ ইতিমধ্যে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। ফলে পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রতি বছর জলাবদ্ধতা সৃৃষ্টি ও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদী ও খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এমন অসংখ্য পরিবার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। অনেকেই বেকার হয়ে পড়েছে। বেড়েছে লবণাক্ততা। ফলে প্রকৃতি থেকে হারিয়ে গেছে। বিভিন্ন ধরনের গাছ-পালা ও দেশি মাছের প্রজাতি। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কৃষি এবং জনস্বাস্থ্যের ওপর।এলাকাবাসী জানিয়েছে, প্রতিটি ইউনিয়নেই রয়েছে সুপেয় পানির তীব্র সঙ্কট। প্রত্যন্ত এলাকার মানুষ পুকুর ও জলাশয়ের পানি পান করছে। কমে এসেছে কৃষি ফসল উৎপাদন। ইতিমধ্যে লবণ সহিষ্ণু বিভিন্ন জাত উদ্ভাবন হলেও লবণাক্ততার কারণে প্রতি বছর আমন এবং বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি ফসল উৎপাদন না করে পতিত রাখা হয়। কর্ম সংস্থানের অভাবে প্রতি বছর হাজার হাজার মানুষ কাজের সন্ধানে প্রতিবেশী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে মাইগ্রেশন হচ্ছে। এতে সামাজিক ও পারিবারিক সম্প্রীতির ওপর পড়ছে বিরূপ প্রভাব।

আরও খবর

🔝