gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলেজের পুকুরে ভাসছিল নারী শ্রমিকের মরদেহ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ এপ্রিল , ২০২২, ০৭:৪৮:৫১ পিএম
মেহেরপুর প্রতিনিধি: :
1650376089.jpg
মেহেরপুর সরকারী কলেজের পুকুর থেকে মুসলিমা খাতুন (৩৮) নামের তামাক কোম্পানির এক নারী শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মেহেরপুর সরকারী কলেজের পুকুরে অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে তার বাড়ির লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন এসে তার মরদেহ শনাক্ত করেন।মুসলিমা মেহেরপুর শহরের পোষ্ট অফিস পাড়া এলাকার জিয়ারুল ইসলামের স্ত্রী ও একই এলাকার আব্দুল মালেকের মেয়ে। সে দুই সন্তানের জননী।মুসলিমা খাতুনের মা আরবি বেগম জানান, গত দুই দিন আগে তামাকের ক্রয়কেন্দ্রে তামাক বাছাইয়ের কাজ করতে বের হন। তারপর আর ফিরে আসেনি।মুসলিমার ছোট বড় বোন রেহেনা খাতুন ও ছোট বোন তাসলিমা খাতুন জানান, বৃটিশ আমেরিকা তামাক কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রের গোডাউনে শ্রমিকের তামাক বাছাইয়ের কাজ করার পর সে প্রতিদিনই এই পুকুরে গোসল করে বাড়িতে ফেরেন। তবে ওই দিনের পর থেকে আর বাড়িতে ফিরে আসেনি সে। পরিবারের লোকজন এই পুকুরের পাড়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলাতে পারেনি।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। কি কারনে তার মৃত্যু হয়েছে এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে। তবে পরিবারের লোকজন জানিয়েছে মুসলিমা মৃগিরোগে আক্রান্ত ছিলেন।

আরও খবর

🔝