gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বীল থেকে ২০ ঘণ্টা পর উদ্ধার কৃষকের মরদেহ
প্রকাশ : শনিবার, ১৫ জানুয়ারি , ২০২২, ০৯:২৫:২৭ পিএম
চৌগাছা (যশোর) অফিস :
1642260348.jpg
যশোরের চৌগাছায় বিলের পানিতে ডুবে পিল্লাদ ঘোষ (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার প্রায় ২০ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধার করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ী গ্রামে। নিহত পিল্লাদ ঘোষ ওই গ্রামের মৃত ফকির ঘোষের ছেলে।নিহতের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিল্লাদ ঘোষ শুক্রবার সকালে লাঙ্গল গরু নিয়ে মাঠে যান। দুপুরে জমি চাষ শেষে বাড়িতে ফেরার সময় কচুবিলা নামক বিলে গরুকে গোসল করাতে নামেন। এসময় তিনি তলিয়ে যান। এদিকে, হালের গরু দু’টি বাড়িতে এলেও পিল্লাদ ঘোষ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিলের পাশে এসে লাঙ্গল-জোয়াল বিলের পাশে পড়ে থাকতে দেখেন। এক পর্যায়ে এলাকাবাসী পানিতে নেমে তাকে খুঁজতে থাকেন। কিন্তু কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা শুক্রবার সন্ধ্যা থেকে বিলে নেমে দু’ঘণ্টা কাজ করেও পিল্লাদের কোন সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে কার্যক্রম স্থগিত করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফের অনুসন্ধান চালিয়ে সকাল ১০টার দিকে পিল্লাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। চৌগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম বলেন, খরা মৌসুমে ওই বিল থেকে মাটি কেটে নেয়ায় পানির তলদেশ ছিল উঁচু নিচু। সে কারণে ডুবুরিদের মরদেহ পেতে বেশ বেগ পেতে হয়। পানি থেকে মরদেহ তুলে স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় শ্মশানে মরদেহ দাহ সম্পন্ন হয়।

আরও খবর

🔝