gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে বিধ্বস্ত বিজেপি
প্রকাশ : মঙ্গলবার, ২ নভেম্বর , ২০২১, ০৪:৩৬:২৪ পিএম
কাগজ ডেস্ক ::
1635849939.jpg
পশ্চিমবঙ্গ বিধানসভার মূল নির্বাচনে ভূমিধস জয় পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবার চারটি আসনে উপনির্বাচনেও রীতিমতো বিধ্বস্ত করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে।মঙ্গলবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে।ইতোমধ্যে দিনহাটা, গোসাবা এবং খড়দহে বড় ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। আর ১৬ রাউন্ড গণনা শেষে শান্তিপুরে সাড়ে ৫৯ হাজারের বেশি ভোটে এগিয়ে আছে তৃণমূল।এই চারটি আসনের মধ্যে দু’টি আসন ছিল বিজেপির। কিন্তু উপনির্বাচনে এসে খড়কুটোর মতো উড়ে গেল হিন্দুত্ববাদী দলটির প্রার্থীরা।দিনহাটায় তৃণমূলের উদয়ন গুহ ১ লাখ ৬৪ হাজার ৮৯ ভোটে জিতেছেন। গোসাবায় ১ লাখ ৪৩ হাজার ৫১ ভোটে জিতছেন তৃণমূলের সুব্রত মণ্ডল। আর খড়দহে ৯৩ হাজার ৮৩২ ভোটে জিতেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।এছাড়া শান্তিপুরে ১৬ রাউন্ড গণনা শেষে তৃণমূলের ব্রজকিশোর গোস্বামী এগিয়ে রয়েছেন ৫৯ হাজার ৫৬৭ ভোটে।বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে টুইটে তৃণমূল নেত্রী লিখছেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন।’

আরও খবর

🔝