gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
৩০ বছর যাবত বিধবা হয়েও মেলেনি ভাতা কার্ড
প্রকাশ : শুক্রবার, ২৭ আগস্ট , ২০২১, ০৮:১৩:৫১ পিএম
কলারোয়া পৌর (সাতক্ষীরা) প্রতিনিধি:
1630076513.jpg
সাতক্ষীরার কলারোয়ায় সকিনা নামে এক বিধবা ৩০ বছরেও পাননি বিধবা ভাতাকার্ড। সকিনা বিবি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া  গ্রামের ৮ নং ওয়ার্ডের মৃত আহাদ শেখের (পচন) স্ত্রী। আজ থেকে ৩০ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। দীর্ঘ দিন যাবত তিনি অভাব অনটনের মধ্যে দিয়ে অতিকষ্টে সংসার জীবন অতিবাহিত করছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সকিনা বলেন, আমি ৩০ বছরেও বিধবা ভাতা পাইনি। না পাওয়ার বিষয় আমার দুঃখের কথা কে শুনবে? শোনার কেউ নেই। আমার স্বামী ৩০ বছর আগে মারা যান। সেখান থেকে ছোট ছোট ৫ সন্তানকে আমি অবলম্বন সেই থেকে আমি নিজে খেয়ে না খেয়ে তাদের মুখে কোন রকম খাবার দিয়ে বড় করেছি। তারাও আজ আমার পাশে নেই। গ্রামের মেম্বর ভোট এলে যারা ভোট করে তারা আমার বলে পাশ করলে বিধবা কার্ড করে দেব। এখন পর্যন্ত কত ভোট হল কত মেম্বার চেয়ারম্যান হল কিন্তু আমার বিধবা কার্ড হল না। 

আরও খবর

🔝