gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
স্বাস্থ্য বিভাগের চাকরির নামে খানসামায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রকাশ : বুধবার, ২৫ আগস্ট , ২০২১, ০৪:৩৯:০৮ পিএম
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ::
1629890018.jpg
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খানসামা দ্বি-মুখী ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মোকছেদার রহমানের বিরুদ্ধে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এবিষয়ে ভুক্তভোগী যুবক পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রিপন চন্দ্র সরকার বাদী হয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার বরাবর মোকছেদার রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসে ভুক্তভোগী যুবকের আত্নীয় নিতাই চন্দ্র দেবনাথের মাধ্যমে খানসামা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও খানসামা দ্বি-মুখী ফাযিল মাদরাসার সহকারী শিক্ষক মোঃ মোকছেদার রহমান স্বাস্থ্য বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে ভালো সম্পর্ক আছে মর্মে প্রথম এক বছর মাসিক ১৯৫০০ টাকা বেতনে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে কম্পিউটার অপারেটর পদে চাকুরী দেওয়ার কথা বলেন। গত বছরের ডিসেম্বর মাসে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকুরীতে যোগদানের কথা বলে কয়েক দফায় ঐ যুবকের কাছে ব্যাংকের মাধ্যমে ও সরাসরি ৪ লক্ষ ৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁর কয়েকজন সহযোগী সহ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। এরপর নিয়োগ পত্রটি নিয়ে মেডিকেলে যোগদান করতে গিয়ে বুঝতে পারেন যে নিয়োগপত্রটি ভুয়া। পরবর্তীতে পরিবারের লোকজনসহ মোকছেদার রহমানের সাথে কথা বললে তিনি খুলনা সদর হাসপাতালে একই পদে যোগদানের জন্য আরেকটি ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন। সেখানেও যোগদান করতে গিয়ে খুলনা সিভিল সার্জনের সাথে বলে জানতে পারেন যে তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। এটা কোন সরকারী চাকুরি নয়। পরে বাড়িতে এসে ঐ যুবক ও তার পরিবার অভিযুক্ত মোকছেদার রহমানের সাথে যোগাযোগ করলে তিনি অস্বীকার ও বিভিন্ন ধরনের টালবাহানা করেন।ভুক্তভোগী যুবক রিপন চন্দ্র সরকার বলেন, সংস্থার চাকুরি ছেড়ে দিয়ে সরকারী চাকুরিতে যোগদান করতে এসে ভুয়া নিয়োগপত্র নিয়ে ভুয়া চাকুরিতে নামে মাত্র যোগদান করতে গিয়ে ফিরে এসেছি। এখন সংসার নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছি।টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান  বলেন, আমি ঐ যুবক রিপনের নিয়োগে মাধ্যম হিসেবে কাজ করেছি। যিনি টাকা নিয়েছেন তিনি দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দিয়েছেন।এবিষয়ে ইউএনও খানসামা আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর দু'পক্ষের মধ্যে গণশুনানিতে অভিযুক্তের বিরুদ্ধে অর্থ নেওয়ার সম্পৃক্ততা  মিলেছে। সেই অর্থ দ্রুত সময়ের মধ্যে ভুক্তভোগী যুবককে ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও খবর

🔝