gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শাহ আমানত বিমানবন্দরে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট
প্রকাশ : মঙ্গলবার, ১৭ আগস্ট , ২০২১, ০৬:৪৭:৩৬ পিএম
চট্টগ্রাম প্রতিনিধি : :
1629204612.jpg
বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা শুরু হচ্ছে। মঙ্গলবার (১৭ আগষ্ট) থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিমানবন্দরে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার বিষয়ে নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান গণমাধ্যমকে জানান, ‘মঙ্গলবার (১৭ আগষ্ট) থেকে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়নের নির্দেশনা পেয়েছি। তবে এটা নির্ভর করছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেসরকারি উড়োজাহাজ কোম্পানিগুলোর ওপর। তারা যাত্রী পেলে আন্তর্জাতিক গন্তব্যগুলোতে ফ্লাইট অপারেট করবে। তবে বন্ধ থাকবে এয়ার বাবল ফ্লাইট।‘তিনি বলেন, ‘কোভিড টেস্ট সনদ, করোনা ভ্যাকসিন সনদসহ করোনা পরিস্থিতিতে আরোপিত আন্তর্জাতিক নিয়ম, বিধি মেনেই ফ্লাইট অপারেট করতে হবে। আমাদের পক্ষ থেকে বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।করোনা পরিস্থিতির আগে স্বাভাবিক সময়ে শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, ফ্লাই দুবাই বিভিন্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে দুবাই, মাস্কাট, কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু ছিল।

আরও খবর

🔝