gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দুস্থ রোগীদের ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবে যমেক ছাত্রলীগ
প্রকাশ : বুধবার, ৭ জুলাই , ২০২১, ০৯:৫৩:০৫ পিএম
কাগজ সংবাদ :
1625673213.jpg
যশোরে লকডাউন চলকালে ননকোভিড রোগীদের চলাচলে অ্যাম্বুলেন্স সেবা দেবে যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগ। বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএমএ জেলা সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার।যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রাসেল বলেন, কঠোর বিধিনিষেধে চলাকলীন বাইরে বের হওয়া দুস্কর। বাইরে গেলে মুখোমুখি হতে হচ্ছে নানা প্রশ্নের। এতে রোগীর ভোগান্তি বাড়ছে। তাছাড়া সকল গণপরিবহণ বন্ধ থাকায় অসহায় ও মূমুর্ষ রোগীরা আরও ভোগান্তিতে পড়ছে। সে কারণে যমেক হাসপাতাল ছাত্রলীগ অসহায়দের পাশে দাঁড়িয়েছি। তিনি জানান, এ কার্যক্রমে যশোরের ছয়জন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সহায়তা করছেন। প্রতিদিন ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স দুস্থ রোগীদের বিনামূল্য যাতায়াতের জন্য প্রস্তুত রাখা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক আখতারুজ্জামান, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার মাসুদুল ইসলাম ও যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রাসেল।  

আরও খবর

🔝