gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শ্যামনগরে বৃদ্ধের সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ, উল্টো হুমকি

❒ মামলা তদন্তে নেমেছে পিবিআই যশোর

প্রকাশ : বুধবার, ২ জুন , ২০২১, ০৯:২০:৫১ পিএম
অভিজিৎ ব্যানার্জী :
1622647326.jpg
যশোরে শ্যামনগরের এক বৃদ্ধের সাড়ে ৫ লাখ টাকা আত্মসাৎ করে উল্টো তাকে হুমকি ও পরিবারের সদস্যদের মারপিট ঘটনায় মামলা হয়েছে। মামলা নাম্বার সিআর ৯২২/২১। পোলতা ডাঙ্গার আদমব্যাপারী খ্যাত মোমিন উদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের জন্য পিবিআই যশোরকে দায়িত্ব দিয়েছে আদালত।মামলা ও ভুক্তভোগীদের দেয়া অভিযোগে তথ্য মিলেছে, শ্যামনগরের বৃদ্ধ আলী আজগরের ছেলে শাহিনকে সৌদিআরবে ভাল কাজ দিয়ে পাঠানোর নামে পোলতাডাঙ্গার আব্দুস সাত্তারের ছেলে মোমিন উদ্দিন ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। ২০১৯ সালের ১৯ মে ওই টাকা নিয়ে তিন মাসের মধ্যে সৌদিতে পাঠাবে মর্মে চুক্তিবদ্ধ হয় মোমিন উদ্দিন। কয়েক দফা মেডিকেল করার নামে টাকা হাতিয়ে শাহিনকে ঢাকায় নিয়ে গিয়ে প্রতারণা করে জানায় আনফিট। এরপর নয়া ফন্দি এটে আলী আজগরের অপর ছেলে হাফিজুরকে বিদেশ পাঠিয়ে দেবে বলে তার পাসপোর্ট ভিসা করায়। তাকেও কয়েকদফা ঢাকায় নিয়ে প্রহসন করে। এভাবে কেটে গেছে দু’বছরেরও বেশি সময়। অথচ মোমিন উদ্দিন বৃদ্ধ আলী আজগরের দু’ছেলের কাউকেই বিদেশ পাঠায়নি। আবার টাকা ফেরত না দিয়ে তালাবাহানা করছে। ওই টাকা ফেরত চাওয়ায় বৃদ্ধ আলী আজগর ও তার পরিবারের সদস্যদের নানামুখি হুমকি দিচ্ছে। মাস কয়েক আগে টাকা ফেরত দেয়ার নামে ডেকে নিয়ে ছেলে শাহিনের উপর শারীরিক নির্যাতন করে। এছাড়া সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর করিয়ে নেয়। সর্বশেষ গত ১ মে বিকেলে ওই আসামি মোমিন উদ্দিন ও তার লোকজন আজগরের বাড়িতে এসে হুমকি দিয়ে টাকার কথা ভুলে যেতে বলে। ওই সাড়ে ৫ লাখ টাকা কখনও দেয়া হবে না বলে শাসিয়ে যায়। এখানেই শেষ নয়, স্থানীয় এক জনপ্রতিনিধির নাম ভাঙিয়ে তারা হুমকি দিয়ে আসছে।  ভুক্তভোগী বৃদ্ধ আলী আজগর মামলার কাগজ হাতে গ্রামের কাগজ দপ্তরে এসে জানান, তার পাশে কেউ নেই। তিনি বৃদ্ধ মানুষ। ছেলে বিদেশ পাঠানোর জন্য প্রতারক মোমিন তাকে ফুঁসলিয়ে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এখন ওই টাকা ফেরত না দিয়ে উল্টো অস্বীকৃতি জানাচ্ছে। তার ছেলেদের মারপিট করছে। এ ব্যাপারে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

🔝