gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শ্রেণীখালি-সোনাখালী ৫ কিলোমিটার সড়ক বেহাল, জনদুর্ভোগ চরমে
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে , ২০২১, ১১:৩১:০৩ এ এম
গণেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট) :
1621488717.jpg
বাগেরহাটের মোরেলগঞ্জে তিনটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম শ্রেণীখালি হয়ে সোনাখালী বাজার অভিমুখি ৫ কিলোমিটারের সোলিং রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে। নদীগর্ভে ভেঙে পড়েছে একটি অংশ। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী সোলিং রাস্তা দিয়ে বহরবুনিয়ার ইউনিয়নের ফুলহাতা, পঞ্চকরণের পঞ্চকরণ, কুমারিয়াজোলা, দেবরাজ, সোনাখালী গ্রামের ৩টি ওয়ার্ডের ৩০ থেকে ৩৫ হাজার মানুষের চলাচল করেন। সড়কটি ৫/৬ বছর ধরে খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি রাস্তার প্রায় ২ কিলোমিটার জুড়ে পানগুছি নদীগর্ভে ধসে পড়েছে। জেলা সড়ক ও জনপদ (পাউবি) অধিদপ্তরের মাধ্যমে ৪শ’ মিটার মাটির কাজ করে সাময়িক নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কিছু অংশ। তাছাড়া সোলিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। নদীর তীরবর্তী বাসিন্দাদের বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এখানকার ২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি কলেজ, ১টি মাদ্রাসা  ও ১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। এ বিষয়ে সিমান্তবর্তী পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন,  বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন বাগেরহাট জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীকে সাথে নিয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি ইউনিয়নের ওয়াপদা ভেরিবাঁধের অসামাপ্ত কাজেরও খোঁজ খবর নিয়ে দ্রুত কাজ সমাপ্ত করার নির্দেশনা দিয়েছেন।এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন বলেন, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করবেন।

আরও খবর

🔝