gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কোয়ারেন্টিন: ভারতফেরদের নেগেটিভ আসলে ছাড়পত্রের সুপারিশ
প্রকাশ : মঙ্গলবার, ১৮ মে , ২০২১, ০৩:০৫:১৮ পিএম
ঢাকা অফিস:
1621330882.jpg
ভারত থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার পর পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলেই কেবলমাত্র ছাড়পত্র দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।মঙ্গলবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ তথ্য জানায়।এছাড়া সীমান্ত এলাকা দিয়ে অনানুষ্ঠানিক যাতায়াত কঠোরভাবে বন্ধ, ভারতে সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশও করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ পূর্ববর্তী যাতায়াত পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়নি। ঈদের পরে একইভাবে মানুষ ফিরে এলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়বে। ঈদের পরে কলকারখানা পর্যায়ক্রমে খোলা হলে জনসাধারণকে একযোগে ঢাকায় ফিরতে হবে না। এছাড়া সরকার ঘোষিত বিধি-নিষেধের কঠোর বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভ্যাকসিনের জন্য পরনির্ভরতা কমাতে টিকা উৎপাদনে নিজস্ব সক্ষমতা দ্রুত বাড়ানোর তাগিদও দিয়েছে পরামর্শক কমিটি।

আরও খবর

🔝