gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মুরগি ধরতে গিয়ে কূপে পড়ল বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস
প্রকাশ : রবিবার, ৯ মে , ২০২১, ০২:৩৭:৩২ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি::
1620550843.jpg
টাঙ্গাইলের ঘাটাইলে কূপে পড়ে যাওয়া একটি বিড়ালকে উদ্ধার করেছে ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাণীর প্রতি এমন মমত্ববোধ দেখানোয় ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী।শনিবার (৮ মে) দুপুরে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে ছালাম তালুকদারের বাড়ির একটি পোষা বিড়াল মুরগির বাচ্চা ধরতে গিয়ে গভীর কূপে পড়ে যায়। শুষ্ক মৌসুমে কূপের পানি তলানিতে চলে যাওয়ায় বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও বিড়ালটিকে উদ্ধার করতে পারেননি। পরে ছালাম তালুকদারের পরিবার ভূঞাপুর ফায়ার সার্ভিসে জানালে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে বিড়ালটি জীবিত অবস্থায় উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের বিড়ালের প্রতি এমন মমত্ববোধে কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভূয়াপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আকাব্বর আলী জানান, যেকোনো প্রাণী বিপদে পড়লে বা যেকোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে কাজ করবে। আগামীতে সবাইকে তথ্য দিয়ে যেকোনো দুর্ঘটনার সংবাদ জানানোর আহ্বান জানান তিনি।

আরও খবর

🔝