gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শার্শা সীমান্তে ৮৮ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
প্রকাশ : শুক্রবার, ১৬ এপ্রিল , ২০২১, ০৪:৪৮:৫৮ পিএম
কাগজ সংবাদ:
1618570176.jpg
যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। এসময় একজনকে আটক করা হয়। শুক্রবার ধান্যখোলা এবং শিকারপুর সীমান্তে এসব অভিযান পরিচালনা করা হয়।৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা, বিজিবিএম, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শার্শা উপজেলার ধান্যখোলা ও শিকারপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন ধান্যখোলা বিওপির সুবেদার আশরাফ আলী, নায়েব সুবেদার এ বি সিদ্দিক এবং হাবিলদার জালাল আহমেদ। অভিযানে ধান্যখোলা বিওপির ইন্দ্রপুর গ্রাম থেকে ৩৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়। এছাড়া, জেলেপাড়া পোস্টের আয়রন ব্রিজ হতে ২২ কেজি এবং শিকারপুর বাওড় পাড় থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ছহির উদ্দিন (৩০) বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। জব্দ গাঁজার মূল্য প্রায় তিন লাখ আট হাজার টাকা। আসামিসহ জব্দ গাঁজা বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লে. কর্নেল সেলিম  রেজা।

আরও খবর

🔝