gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বছর শুরুর দিনে করোনায় মৃত্যুর রেকর্ড
প্রকাশ : বুধবার, ১৪ এপ্রিল , ২০২১, ০৬:০৬:৩৭ পিএম
ঢাকা অফিস:
1618402044.jpg
বাংলা নববর্ষের প্রথম দিনেই করোনায় মৃত্যুর নতুন রেকর্ড স্পর্শ করলো বাংলাদেশ। সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বুধবারই এই মর্মান্তিক এই রেকর্ডের তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৬ জন মৃত্যুর সাথে রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার একশ’ ৮৫ জন।এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার নয়শ’ ৮৭ জনে। মোট করোনা রোগীর শনাক্ত হয়েছে সাত লাখ তিন হাজার একশ’ ৭০ জন। বুধবার বিকেলে এই তথ্যসম্বলিত প্রেস বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও পাঁচ হাজার তিনশ’ ৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন পাঁচ লাখ ৯১ হাজার একশ’ ৯৯ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার আটশ’ ৪৮ জন। এসময় নতুন আক্রান্ত হয়েছেন সাত লাখ ৩৫ হাজার চারশ’ ৮৬ জন। এনিয়ে বিশ্বে মোট করোনায় মারা গেছে ২৯ লাখ ৭১ হাজার আটশ’ ৬৪ জন। মোট আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৭৪ জন। আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি দশ লাখ ৩২ হাজার একশ’ ৮৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন তিন কোটি ২০ লাখ ৭০ হাজার সাতশ’ ৮৪ জন। মারা গেছেন পাঁচ লাখ ৭৭ হাজার একশ’ ৭৯ জন।দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৭১ হাজার তিনশ’ ২১ জন এবং মারা গেছেন এক লাখ ৮৫ হাজার দুশ’ ৪৮ জন।এর পরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৬ লাখ এক হাজার পাঁচশ’ ৬৬ জন সংক্রমিত এবং তিন লাখ ৫৮ হাজার সাতশ’ ১৮ জনের মৃত্যু হয়েছে।চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ছয় হাজার তিনশ’ ২৯ জন। মারা গেছেন ৯৯ হাজার চারশ’ ৮০ জন। এছাড়া, রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৫৭ হাজার আটশ’ ৮৩ জন, মারা গেছেন এক লাখ তিন হাজার ছয়শ’ একজন।

আরও খবর

🔝