gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চুয়াডাঙ্গায় পৌঁছেছে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন
প্রকাশ : বুধবার, ৭ এপ্রিল , ২০২১, ০৬:১১:১৪ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি: :
1617798046.jpg
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের ৩ হাজার ৯০০ অ্যাম্পুল ভ্যাকসিন পৌঁছেছে। প্রথমবার যারা করোনাভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন গ্রহণ করেছিলেন কেবল তাদেরই প্রদান করা হবে দ্বিতীয় ডোজের এসব টিকা। বুধবার (৭ এপ্রিল) সকালে ঢাকার গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন।সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গার জন্য বরাদ্দ ৩৯ হাজার ডোজ করোনার ভ্যাকসিন আজ বুধবার সকালে এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো গ্রহণের পর নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকে চুয়াডাঙ্গায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কার্যকরী ভূমিকা পালন করবে। ঢাকার গাজীপুর টঙ্গী বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল থেকে ভ্যাকসিনগুলো চুয়াডাঙ্গায় আসে।চুয়াডাঙ্গার চারটি উপজেলায় চাহিদা অনুসারে বণ্টন করা করা হবে ভ্যাকসিনগুলো।ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কুষ্টিয়া ডিপো ইনচার্জ আরিফ হোসেন প্রমুখ।

আরও খবর

🔝