gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে ৫১ জনের করোনা শনাক্ত
প্রকাশ : সোমবার, ৫ এপ্রিল , ২০২১, ০১:২৭:৪৮ পিএম
কাগজ সংবাদ : :
1617607722.jpg
যশোরে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছেনা। কমছে না সাধারণ মানুষের অসচেতনতাও। যেন অনেকেই স্বাস্থ্যবিধি ভুলে গেছে। এসব কারণেই প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের হার। সোমবার যশোরে নতুন করে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪১ জন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টিজেন পরীক্ষায় ১০ জন রয়েছে। জিনোম সেন্টারে ৪১ জনের ৩৬ জনই সদর উপজেলার। এছাড়া, চৌগাছায় একজন, শার্শায় একজন, মণিরামপুরে দু’জন ও ঝিকরগাছায় একজন রয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে একশ’ ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বাইরে ২৩ জনের অ্যান্টিজেন পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছে করোনা। সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

🔝