gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কেশবপুরে স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানে তোলা হয়নি জাতীয় পতাকা
প্রকাশ : শনিবার, ২৭ মার্চ , ২০২১, ০৮:৩৩:৫৮ পিএম
সিনিয়র স্টাফ রিপোর্টার, কেশবপুর ব্যুরো :
1616855681.jpg
কেশবপুরে মহান স্বাধীনতা দিবসে বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন করেনি। যা অসংখ্য মানুষের দৃষ্টি কেড়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করার কথা। অথচ স্বাধীনতা দিবসের সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কিছু সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। এরমধ্যে উল্লে¬খযোগ্য ছিল সাগরদাঁড়ি সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবন, শহরের ডাকবাংলো সড়কে উপজেলা বিএনপি কার্যালয়, টিএন্ডটি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়, পাঁজিয়া সড়কে উপজেলা জাকের পার্টির কার্যালয়, শিশু হাসপাতাল, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবু শারাফ সাদেক অডিটোরিয়াম, উপজেলা পরিষদ সংলগ্ন দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, জেলা পরিষদ ডাকবাংলো, হাসপাতাল সড়কে ইসলামিক ফাউন্ডেশন, ক্রিস্টাল ডায়াগনস্টিক। মর্ডাণ হাসপাতাল, রাবেয়া ফার্মেসিসহ কিছু কিছু প্রতিষ্ঠান রডের সাথে বা খাটো লাঠিতে কাত করে দায়সারাভাবে পতাকা উত্তোলন করে। বড় প্রতিষ্ঠানের মধ্যে মধ্যকুল ব্রিজ সংলগ্ন ফেমাস ওয়ার্কশপ, অনন্ত সড়কে দীপিকা ট্রেডার্স, টাইগার মোড়ে ইসলাম বস্ত্রালয়, রহমান বস্ত্রালয়, ঈদগাহ সড়কে আদ্ব-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারসহ বহু প্রতিষ্ঠান ও এনজিও পতাকা উত্তোলনই করেনি।         শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘুরে ঘুরে এসব তথ্য সংগ্রহ করা হয়। এ সময় স্থানীয়রা জানান, এসব প্রতিষ্ঠানে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কেউ আসেননি। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি ইচ্ছাকৃত কিনা তা দেখার জন্য দুপুর ১২টার পর ফের ওইসব প্রতিষ্ঠানে যাওয়া হয় ও ছবি সংগ্রহ করা হয়। কিন্তু তখনো কোনো জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। কেশবপুর উপজেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাইকে যেসব গান বাজানো হয়েছে তারমধ্যে ২-১টি গানও বর্তমান সময়ের জন্য আপত্তিকর। আসলে বর্তমানে মানুষের মধ্যে দেশপ্রেম কমে যাচ্ছে। যে কারণে এমন ঘটনা ঘটছে।’উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন জানান, শুক্রবার বাজারের অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে। জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি নজরদারী ও দেখভালের জন্য একটি উপকমিটি করা হয়েছে।

আরও খবর

🔝