gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে পৌঁছেছে আরও চার হাজার ডোজ ভ্যাকসিন
প্রকাশ : মঙ্গলবার, ২৩ মার্চ , ২০২১, ০৯:০০:৫৮ পিএম
কাগজ সংবাদ :
1616511695.JPG
যশোরে আরও চার হাজার ডোজ করোনা প্রতিরোধী (ভ্যাকসিন) টিকা পৌঁছেছে। রাজশাহী বিভাগ থেকে ফ্রিজার গাড়িতে মঙ্গলবার সন্ধ্যায় যশোর সিভিল সার্জন কার্যালয়ে টিকার চালান এসে পৌঁছায়। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, ৩১ জানুয়ারি প্রথম ধাপে জেলায় ৯৬ হাজার ডোজ ভ্যাকসিন পৌঁছায়। দ্বিতীয় ধাপে ১০ মার্চ যশোরে আরও ২০ হাজার ডোজ দেয় সরকার। এ পর্যন্ত যশোরে মোট এক লাখ ২০ হাজার ডোজ টিকা এসেছে। যশোরবাসীর চাহিদার প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সরকারের কাছে আরও টিকার জন্য আবেদন করা হয়। সরকার বিষয়টি বিবেচনা করে রাজশাহী বিভাগ থেকে যশোর জেলার জন্য তৃতীয় চালানে আরও চার হাজার ডোজ টিকা বরাদ্দ দিয়েছে। যা যশোরবাসীর জন্য বড় প্রাপ্তি। ভ্যাকসিনগুলো উপযুক্ত তাপমাত্রায় জেলা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে।

আরও খবর

🔝