gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
করোনা বাড়ছে, মানতে হবে স্বাস্থ্যবিধি
প্রকাশ : সোমবার, ১৫ মার্চ , ২০২১, ১০:১৮:৪২ পিএম
:
1615825137.jpg
মার্চে বাংলাদেশসহ পৃথিবীর নানান দেশে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও গত এক সপ্তাহ যাবৎ সংক্রমণ বেড়ে চলেছে। দেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করছেন দেশের মানুষকে। প্রধানমন্ত্রী তিনটি নিয়ম অর্থাৎ স্বাস্থ্যবিধি মানতে, কোনো সামাজিক অনুষ্ঠান না করতে ও এক জায়গায় বেশি মানুষ জড়ো না হওয়ার জন্য দেশবাসীকে জানিয়েছেন। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী দেশবাসীকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেছেন, করোনা আশঙ্কাজনক হারে বাড়ছে। মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার) মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৬ হাজার ২৩৬। বাংলাদেশের মতো পৃথিবীর একটি বড় অংশে একই অবস্থা। ইউরোপ ও আমেরিকাতে এখনো করোনা সংক্রমণ থামেনি। গত কয়েক দিনে বেড়েছে এশিয়ার কোরিয়া, জাপান ও ভারতে। আবার এর ভেতর ‘রূপ পরিবর্তিত’ করোনা যেমন দক্ষিণ আফ্রিকায় এক জটিল রূপ ধারণ করেছে, তেমনি ব্রিটেনেও। শুধু এখানেই শেষ নয়, ব্রিটেনের এই করোনার পরিবর্তিত রূপ ধরা পড়েছে এশিয়ার জাপান, ভারত, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে। এতে মৃত্যুহারও অনেক বেশি। তা ছাড়া এও দেখা যাচ্ছে, করোনার টিকা নেয়ার তিন সপ্তাহ পরেও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছেন।তাই সত্য হলো! পৃথিবী এখনো স্বাভাবিক কোনো অবস্থায় ফিরতে পারেনি। ফেরার চেষ্টা করছে মাত্র। এ সময়ে পৃথিবীর প্রত্যেক নাগরিক ও প্রতিটি রাষ্ট্রের পরিচালকদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। কারণ, যেকোনো মূল্যে হোক পৃথিবীকে করোনার থাবা থেকে বের করে আনতে হবে।

আরও খবর

🔝