gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪১ অভিবাসীর মৃত্যু
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২১, ০৩:৫৩:২৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক::
1614247068.jpg
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে ৪১ অভিবাসীর মৃত্যু হয়েছে। শনিবার সবশেষ এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা।এর আগে প্রায় ১৫ ঘণ্টা ধরে সাহায্য চায় নৌকাটি। পরে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এসব অভিবাসীদের প্রাণহানি। বেঁচে যাওয়াদের উদ্ধার করে ইতালির বন্দর শহর পোর্টো এম্পেদেকোলেতে নিয়ে যায় জাহাজটি। নিখোঁজদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছে।ডুবে যাওয়া নৌকাটিও লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা দেয়। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানায়, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে রওনা দেয় নৌকাটি।৭৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ডুবে ১১৮ অভিবাসীর মৃত্যু হয়েছে।

আরও খবর

🔝