gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কলাপাড়ায় প্রধান শিক্ষককে পেটানোর প্রতিবাদে সমাবেশ
প্রকাশ : রবিবার, ১০ জানুয়ারি , ২০২১, ০৪:১৬:৪১ পিএম
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা ::
1610273925.jpg
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিনকে পিটিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ কলাপাড়া উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুল্লাহ রানা, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল আলম, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম খান, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কলেজশিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আবু ইউসুফ,কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহ, কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা প্রমুখ।বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটির কর্তৃত্বে ও অনৈতিক কর্মকান্ডে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে। তাঁদের অপতৎপরতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দেয় সরকার, সবকিছুর দায়িত্ব কেবল সরকারের। তাই প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি না থাকলেও চলে। প্রতিবাদ সমাবেশ থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি বাতিল, প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তাঁর পদ থেকে দ্রুত অপসারণ ও গ্রেপ্তার করার দাবি জানানো হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ শিক্ষকেরা পদযাত্রা করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির অপসারণসহ বিচার দাবিতে স্মারকলিপি দেন।

আরও খবর

🔝