gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে একাডেমি কাপ ক্রিকেট ৯ জানুয়ারি
প্রকাশ : সোমবার, ৪ জানুয়ারি , ২০২১, ০৮:৪৩:৩৪ পিএম
ক্রীড়া সংবাদ:
1609771485.jpg
যশোর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট ডেভলেপমেন্ট কমিটির আয়োজনে নয় জানুয়ারি মাঠে গড়াবে টি-২০ একাডেমি কাপ ক্রিকেট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শামস্-উল-হুদা স্টেডিয়ামে। এমনই তথ্য দিয়েছেন ভেভলেপমেন্ট কমিটির সমন্বয়ক শিমুল বিশ্বাস শিমু।প্রতিযোগিতায় চৌগাছা ক্রিকেট একাডেমি, মণিরামপুর ক্রিকেট একাডেমি, কেশবপুর ক্রিকেট একাডেমি, ঝিকরগাছা ক্রিকেট একাডেমি, বেনাপোল ক্রিকেট একাডেমি, বসুন্দিয়ার মুসলিম ফ্রেন্ডস, শহরের এবি ক্রিকেট একাডেমি, দেশ ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট কোচিং সেন্টার, ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি, যশোর ক্রিকেট কোচিং সেন্টার ও মডেল ক্রিকেট কোচিং সেন্টার।এসব দলগুলোকে তিনটি গ্রুপে বিভক্তি করা হবে। লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে সেমিফাইনালে। চতুর্থ দল হিসেবে তিন গ্রুপে রান রেটে শীর্ষ থাকা দলটি পাবে সেমির টিকিট। নিজ নিজ একাডেমির অনূর্ধ্ব-১৪ থেকে ১৮ বছরের খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।খেলার নিয়মাবলী তৈরি হলেও এখনও আয়োজকরা দলগুলোর গ্রুপিং সম্পন্ন করতে পারেনি। দীর্ঘদিন মাঠ খেলার অনুপযোগি থাকায় পিচও হয়ে যায় খেলার অনুপযোগি। গত কয়েকদিন ধরে পিচ খেলার উপযোগি করার জন্য কাজ করা হচ্ছে। এই পিচে খেলোয়াড়রা কতটা সুবিধা করতে পারবেন তা নিয়ে রয়েছে নানা মতভেদ।তারপরও আশার আলো দেখছেন অনেক সংগঠক ও খেলোয়াড়রা। দীর্ঘদিন ক্রিকেট রয়েছে মাঠের বাইরে। মাঠে ক্রিকেট ফিরছে এটাই ইতিবাচক বলে মনে করেন তারা।

আরও খবর

🔝