gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে ছেলেকে ফিরে পেতে পিতার মামলা
প্রকাশ : রবিবার, ৩ জানুয়ারি , ২০২১, ০৮:০৬:২৪ পিএম
কাগজ সংবাদ :
1609682830.jpg
যশোরে ছেলেকে ফিরে পেতে আদালতে মামলা করেছেন সাইফুজ্জামান নামে এক ব্যক্তি। তিনি শহরের পুরাতনকসবা ঘোষপাড়া জামে মসজিদ এলাকার মৃত আব্দুল  হোসেনের ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, স্ত্রী রেকসোনা খাতুন, দু’ সন্তান সাব্বির জামান (১৪) ও সাকিব জানান (৮) কে নিয়ে তিনি শহরের পুরাতনকসবা কাজীপাড়ার মনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১৪ সালে তিনি মালয়েশিয়ায় যান। এরপর তার স্ত্রী রেকসোনার সাথে কালেক্টরেট মার্কেটের চৈতী ফ্যাশনের মালিক হাফিজুর রহমান বাচ্চুর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাইফুজ্জামান তার স্ত্রীর ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকা পাঠান বলে দাবি করেছেন। ২০১৯ সালের জুন মাস থেকে রেকসোনা তার স্বামী সাইফুজ্জামানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ৩১ আগস্ট সাইফুজ্জামান দেশে ফিরে জানতে পারেন তার স্ত্রী ২৩ আগস্ট ঘরের সকল মালপত্র ও ছোট ছেলে সাকিব জামানকে নিয়ে প্রেমিক হাফিজুর রহমান বাচ্চুর সাথে পালিয়েছে। ২০২০ সালের ১২ ডিসেম্বর সাইফুজ্জামান ও রেকসোনা খাতুনের পরিবার আলোচনায় বসলেও কোনো সমাধান হয়নি। এ সময় রেকসোনা খাতুন স্বামীর দাবিকৃত ১৫ লাখ টাকা ও ছোট ছেলেকে দিতে অস্বীকার করে। এ ঘটনায় সাইফুজ্জামান বাদী হয়ে টাকা ও সন্তান ফিরে পেতে স্ত্রী রেকসোনা খাতুন, শ্বশুর লোকমান দফাদার, শাশুড়ি মঞ্জুয়ারা বেগম ও স্ত্রীর প্রেমিক হাফিজুর রহমান বাচ্চুর বিরুদ্ধে আদালতে মামলা করেনে।

আরও খবর

🔝