gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব আমার পিতা’
প্রকাশ : রবিবার, ৩ জানুয়ারি , ২০২১, ০৬:১৯:১৭ পিএম
বিনোদন ডেস্ক : :
1609676461.jpg
এ বছরই মুক্তি পাবে দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব আমার পিতা’। সিনেমাটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। চলছে পোস্টপ্রোডাকশন। মুজিব বর্ষ সামনে রেখে এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র। দ্বিমাত্রিক (টু-ডি) অ্যানিমেশন মাধ্যমে নির্মিত এই চলচ্চিত্রে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী কাজ করেছেন।অ্যানিমেশন চলচ্চিত্রটির পরিচালক সোহেল মোহাম্মদ রানার নিজস্ব প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি চলচ্চিত্রটির টিজার ও একটি গান প্রকাশিত হয়েছে প্রোলেন্সার স্টুডিওর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে আরও বেশ কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। গানটি প্রশংসা পাচ্ছে।‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছেন মেঘদল ব্যান্ডের ভোকাল শিবু কুমার শীল । ‘তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা’ গানটি এর আগেও ব্যবহার করা হয়েছে ‘অন্তরাল’ চলচ্চিত্রে। ১৯৬৫ সালে মুক্তি পেয়েছিল পশ্চিমবঙ্গের ছবিটি। গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। সংগীত পরিচালনা করেছিলেন সুধীন দাশগুপ্ত। সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছিলেন শ্যামল মিত্র।চলচ্চিত্রটি সম্পর্কে পরিচালক সোহেল মোহাম্মদ রানা গণমাধ্যমে বলেন, এটি দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম। প্রথম থেকেই তারা গবেষণার ওপর ভীষণ জোর দিয়েছেন, ছবিতে যাতে কোনো ভুল না থাকে। তিনি বলেন, ‘আশা করি, আমরা দর্শকদের একটি অসাধারণ অ্যানিমেশন চলচ্চিত্র উপহার দিতে পারব, তাতে বঙ্গবন্ধুর শৈশব-কৈশোর-তারুণ্যের গল্প সার্থকভাবে ফুটিয়ে তুলতে পারব।’

আরও খবর

🔝