gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বান্দরবানে ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ : মঙ্গলবার, ১৭ জানুয়ারি , ২০১৭, ১২:০০:০০ এ এম
বান্দরবান সংবাদদাতা ::
default.png
বান্দরবান শহরের ৪টি পৃথক স্থানে ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে এসব প্রকল্প বাস্তবায়নে। মঙ্গলবার সকালে এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা ও উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ জানান, জেলা শহরের বিভিন্ন রাস্তায় রিজিড পেভমেন্টকরণ কাজের জন্যে ১ কোটি টাকা, ক্যচিংঘাটা নতুন পাড়া থেকে বীর বাহাদুর স্কুল অ্যান্ড কলেজ পর্যন্ত প্রতিরোধকসহ রাস্তা ও কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্যে ৫০ লাখ টাকা, শহরে কোট জামে মসজিদ নির্মাণ প্রকল্পের জন্যে ৩০ লাখ টাকা এবং বনরুপা জামে মসজিদের দোতলা নির্মাণের জন্যে ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরের মধ্যেই এ ৪টি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।


আরও খবর

🔝