gramerkagoj
শনিবার ● ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১
gramerkagoj
কনকনে শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন
প্রকাশ : মঙ্গলবার, ৯ জানুয়ারি , ২০২৪, ০৪:২৩:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
GK_2024-01-09_659d0630de7fe.JPG

হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়ছে চুয়াডাঙ্গার জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। দিনের বেলাতেও খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করেছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। শীতে মধ্যে কাজেও যেতে পারছেন না তারা।
মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। সোমবার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। কোল্ড ডায়রিয়া, সর্দি-কাঁশি জ্বরে আক্রান্ত হচ্ছে শিশু, বয়োবৃদ্ধসহ সব বয়সী মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে আগামী কয়েক দিন। সেইসঙ্গে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার।

আরও খবর

🔝