gramerkagoj
শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর , ২০২৩, ০৬:৫৯:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৪:১৩:২৮ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2023-12-28_658d724b0070e.JPG

টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু মাউন্ট মঙ্গানুইতে এসে পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। নেপিয়ার থেকে মাউন্ট মঙ্গানুই ভ্রমণ করায় দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সুযোগ ছিল না শান্তদের। বিশ্রাম নিয়েই দিনটা পার করেছেন দলের খেলোয়াড়েরা।
দলের সহকারী কোচ নিক পোথাসও সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকদের বিষয়টি জানিয়ে বলেছেন, লম্বা ভ্রমণ হয়েছে। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না, তা জরুরি নয়, বিশ্রাম নেওয়াটা জরুরি। সব সময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে, এমন নয়।
তবে পরের ম্যাচগুলোর জন্য সব ধরনের মানসিক প্রস্তুতি রয়েছে আমাদের। প্রথম ম্যাচে হারের পর কিউইরা ঘুরে দাঁড়াতে মরিয়া। তারা সেরা ছন্দে ফিরলে কি হতে পারে, তা বহুবার দেখেছে বাংলাদেশ।
পোথাসও তা মনে করিয়ে দিলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ খেলছে অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই। ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ছাড়া সেই অর্থে অভিজ্ঞদের কেউই ছিল না। টি-২০ দল তো আরও তরুণ। এই দলটাই দুই-তিন বছরে আরও পরিণত হবে বলে মনে করেন এ কোচ।

আরও খবর

🔝