gramerkagoj
সোমবার ● ৩ জুন ২০২৪ ২০ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
আফগানিস্তানের বোলিং পরামর্শক ব্রাভো
প্রকাশ : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ০৮:২৪:০০ পিএম , আপডেট : রবিবার, ২ জুন , ২০২৪, ০২:৪১:৩১ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-21_664cb55dd262a.jpg

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বোলিং পরামর্শক হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে হতে যাওয়া ১০ দিনের ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই পেসার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।


২০২২ সালের ডিসেম্বরে আইপিএল থেকে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পরই চেন্নাইয়ের সাথে কাজ করছেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার। এদিকে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে ওমানের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৩১ মে রশিদ খানের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিশ্বকাপের এবারের আসরে ‘সি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। ৫ জুন থেকে বিশ্বকাপ মিশন শুরু করবে আফগানিস্তান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উগান্ডা।

ব্রাভোর মতো কাইরন পোলার্ডও বিশ্বকাপে পরামর্শক হিসেবে কাজ করবেন। জুনে হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ডের পরামর্শক হিসেবে তাদের কোচিং প্যানেলে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়ক। শুধু মাত্র বিশ্বকাপের জন্যই তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আরও খবর

🔝