gramerkagoj
শনিবার ● ১ জুন ২০২৪ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
জীবদাড়া-সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণায় অনিয়মের অভিযোগ
প্রকাশ : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ০৪:১৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ০৪:৩৩:৩৪ পিএম
মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-05-17_6647327e209d0.jpg

জীবদাড়া- সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে তফসিল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নের জীবদাড়া-সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণায় অনিয়ম এবং পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছেন দেড় শতাধিক অভিভাবকবৃন্দ। ১৩ ই মে মঙ্গলবার প্রধান শিক্ষক নোমান আহমেদ ও বর্তমান সভাপতি এনামুল হকের বিরুদ্ধে আবু লেইছ নামের এক অভিভাবকসহ দেড় শতাধিক অভিভাবক স্বাক্ষরিত এই অভিযোগ দাখিল করেছেন।
বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নীতিমালা অনুযায়ী অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির তফসিল ঘোষণায় অভিভাবকদের নিয়ে কোনো আলোচনা বা সভা করা হয়নি।প্রধান শিক্ষক তাহার পছন্দের লোকজন কমিটিতে নেওয়ার জন্য অভিভাবকদের অন্ধকারে রেখে গোপনীয় ভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন।ফলে এলাকার নির্বাচনে উৎসাহী অভিভাবকরা নিজেদের মনোনয়ন পত্র দাখিল করতে পারেননি।এমতাবস্থায় আলোচ্য নির্বাচন একতরফা হবে এবং এলাকায় এ নিয়ে যেকোনো সময় শান্তিশৃঙ্খলা ভঙ্গ সহ অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারে উল্লেখ করে বর্তমান ঘোষিত তফসিল স্থগিত করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থী অভিবাবক নুরপুর গ্রামের আকলিমা বলেন, জীবদাড়া- সাতগাঁও উচ্চ বিদ্যালয়ে আমার এক ছেলে আশরাফুল আলম দশম শ্রেণিতে পড়ে এবং এক মেয়ে শারমিন বেগম অষ্টম শ্রেণিতে পড়ে।
স্কুলের নির্বাচন বিষয়ে প্রধান শিক্ষক এবং সভাপতি কেউই আমাদের কিছুই জানাননি।
একই গ্রামের অহিনুর মিয়া বলেন, স্কুলের নির্বাচন বিষয়ে আমরা কিছুই জানিনা।
শিক্ষার্থী অভিভাবক, বুরহান উদ্দিন বলেন, আমাদের জীবদাড়া-সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ এবং বর্তমান সভাপতি এনামুল হক অভিভাবকদের না জানিয়ে গোপনে ৮ই মে তফসিল ঘোষণা করেন। আমরা অভিভাবকরা এই তারিখ পরিবর্তন করে, নতুন করে তফসিল ঘোষণার দাবি জানিয়েছি।পুনঃতফসিল ঘোষণা করার জন্য আমরা অভিযোগ দিয়েছি।
একইভাবে অভিভাবক তাজউদ্দিন আহমেদ বলেন,প্রধান শিক্ষক এবং সভাপতি মিলে ৬ই মে আমাদের অভিভাবকদের ডেকেছেন,উপস্থিতি কম ছিল, আবার ৮ই মে আমাদের নিয়ে বসলেন।আমরা সাতগাঁও এর অভিভাকরা বলেছি যে, নতুন করে একটা দিন তারিখ করে তফসিল ঘোষণা করার জন্য। কিন্তু, প্রধান শিক্ষক এবং সভাপতি আমাদের অভিভাবকদের দাবি না মেনে তাদের পছন্দের লোক দিয়ে গোপনে ম্যানেজিং কমিটি নির্বাচন করতে চা।আমরা এইজন্য জেলা প্রশাসক মহোদয়, জেলা শিক্ষা কর্মকর্তা মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর অভিযোগ দিয়েছি, যেন নতুন করে তফসিল ঘোষণা করে আমাদের সকল অভিভাবকদের সম্মতিক্রমে নির্বাচন করা হয়।
অভিযোগকারী এবং অভিভাবক আবু লেইছ বলেন, আমাদের জীবদাড়া- সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে আমাদেরকে না জানিয়ে।
বিগত ৮ই মে মনোনয়নের শেষ দিন ছিল।প্রধান শিক্ষক এবং সভাপতি মিলে একটি সিন্ডিকেট এর মাধ্যমে এই নির্বাচন করতে চায়।এইজন্য আমি এবং আমরা সকল অভিভাবকেরা জেলা প্রশাসক মহোদয়, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহোদয় সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর অভিযোগ দিয়েছি। আমরা চাই, সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্হা নিবেন এবং পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ম্যানেজিং কমিটি গঠিত হবে।
এ বিষয়ে প্রধান শিক্ষক নোমান আহমেদ'র কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। বিধি মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের জানানো হয়েছে এবং মাইকিং করা হয়েছে।
বর্তমান সভাপতি এনামুল হক'র কাছে জানতে চাইলে তিনি জানান,এসব অভিযোগ সত্য নয়। বিধি মোতাবেক তফসিল ঘোষণা করা হয়েছে, অভিভাবকদেরকে জানানো হয়েছে।
অভিযোগে শতাধিক অভিভাবকদের স্বাক্ষর
রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, এসব স্বাক্ষর অভিভাবকদের নয়,আপনি সরে জমিনে গিয়ে যাচাই বাছাই করে দেখতে পারেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন,অভিযোগ পেয়েছি, আমরা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্হা নেব।

আরও খবর

🔝