gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
বিষয়ডা কাকতালীয়!
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ০৯:২০:০০ পিএম
আক্কেল চাচা:
GK_2024-05-10_663e3b55b33fe.jpg

এক নিতা ভোটে দাড়ায়েচে। সারে জীবন টাউনি থাকলিও ভোটের সুমায় গিরাম গঞ্জোয় যাতিই হয়। তাই খুব ঘটা কইরে গিরামে যাওয়ার মনস্তির কইরেচে। চ্যালা চামুন্ডারে পোক দেচে লিডার গিরামে যাতি হবে সেইরাম আনজাম কইরে। এট্টা হেলিকপ্টারে চলেন। গিরামে হেলিকপ্টার পড়লি সব উদ্দুসারে দৌড়োয় আসপেনে নতুন কইরে আর লোক ডাকা লাগবেন্না। স্যানে আপনি যদি আঙাচ নিয়ে দুচারডা কতা গাবায় দিতি পারেন, ব্যস ভোটের কিল্লা ফতে। জাগায় খেলা জাগায় পুরস্কারের মতো নগদে সব হইয়ে যাবেনে!
সাগরেদগের পোকপাকে নিতা এ্যাবার ফুইলে দড়কচড়া। হেলিকপ্টার এট্টা নিয়ে একদিন গিরামে গেচে। আগেত্তে খবরডা চাউর হওয়ায় গিরামের লোক সব ভাইঙে চুরে আইয়েচে মাটে। নিতা হেলিকপ্টারেত্তে উইলেই স¹লির উদ্দেশ্যে জ¦ালাময়ী বয়ান দিয়ে কলেন, তার জীবনের চাওয়া পাওয়া বলতি কিচ্চু নেই। শুদু গিরামের মানসির ভালবাসা পাওয়া ছাড়া। কন আপনাগের কি কি অসুবিদে। আমি সব সুমাধান কইরে দিচ্চি। নিতার কতা শুইনে কিচু লোক তো ঘটকচুর মতো অল্প জ¦ালে আইলোয় পইড়লো। তার মদ্দিতে এক মুরুব্বী আইগোয় আইসে কলে, আমাগের আশপাশে কয় গিরামের মদ্দি ভালো কোন হাসপাতাল নেই। লোকজনের অসুক বিসুক হলি খুব ভুগান্তি। এই কতা শুইনে নিতা গাটিত্তে দামি মুবাল ফোন বাইরে কইরে কারে যেন কল দেলে। স¹লির সুমকি খুব পাট নিয়ে গ্যাঙানো শুরু কইল্লো। হ্যালো, স্বাস্ত্যমুন্ত্রী, আপনি থাকতি আমার গিরামে হাসপাতাল নেই ইডা কোন কতা! না, না কলি হবে না। এক সপ্তার মদ্দি আমার গিরামে আপনারে হাসপাতাল গইড়ে দিতি হবে, ঠিকাচে। আচ্চা আচ্চা ওকে। কইয়েই নিতা কল কাইটে দিয়ে দিয়ে কলেন, স্বাস্ত্যমুন্ত্রীরে কইয়ে দিচি। লোকজন হা কইরে তার দিকি তাগায় রইয়েচে দেইকে কলেন, চিন্তার কোন কারন নেই, এক সপ্তার মদ্দি হাসপাতাল পাইয়ে যাবেন। এবার কন, আরেট্টা সমিস্যা কি! এইবার সেই মুরুব্বী চ্যাওচ্যাও কইরে কলেন, আমাগের গিরামে কোন মুবাল কোম্পানীর ফোনের নেটওয়ার নেই। যদি এট্টা টাওয়ার বানায় দেতেন। এই কতা শুইনে তো নিতার মুক চুন।
একন ভোটের গোন। ধাপে ধাপে ভোট হচ্চে। ভোটের মাটের সাতে যদি এই গল্পো কোনটোয় কাকতালীয় ভাবে মিলে যায় তার জন্যি কিন্তুক আমি দায়ী না, আগেত্তে কইয়ে রাকলাম বাপু!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

🔝