gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে অবহিতকরণ সভা
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ১২:০৪:০০ পিএম
সুনামগঞ্জ প্রতিনিধি:
GK_2024-05-10_663dae9d7559f.jpg

সারাদেশের ন্যায় সুনামগঞ্জের চার উপজেলায় দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা রিটার্নিং কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রেজাউল করিম । সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
সভার শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর) মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যম কর্মীদের মাঝে নির্বাচনী আচরণ বিধি তুলে ধরেন এবং তা মেনে চলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ফারজানা হোসেন, আর টিভি চ্যানেল এর জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, এনটিভি জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোশফিকুর রহমান স্বপন, মানব জমিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, গণমাধ্যমকর্মী তানভীর আহমেদ প্রমুখ।
এসময় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনের জন্য প্রথমেই নির্বাচন অফিস থেকে বিধি মোতাবেক পাস কার্ট সংগ্রহ করবেন। নির্বাচন চলাকালীন সময়ে সাংবাদিকরা কেন্দ্রে গোপন কক্ষে গিয়ে ছবি,ভিডিও ধারণ করতে পারবে না, কোনো ধরনের লাইভ দিতে পারবে না।
নির্বাচনী কেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই প্রিসাইডিং কর্মকর্তার সাথে দেখা করে,অনুমতি সাপেক্ষে কেন্দ্র পরিদর্শন করবেন। কেন্দ্রের ভোট কক্ষে ছবি,ভিডিও ধারণ করা যাবেনা।তবে কেন্দ্রের বাহিরে ভোটারদের লাইনের ছবি, ভিডিও ফুটেজ সহ লাইভ করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ২১ মে দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, ধর্মপাশা,তাহিরপুর এবং বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর

🔝