gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় এক রাতে ৫ গরু চুরি
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৯:৫৩:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০৪:০৮:০৬ পিএম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-05-09_663cf1a6d4a5c.jpg

যশোরের চৌগাছায় এক রাতেই একজন কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে পৌর এলাকার হুদাপাড়ায় এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুর বাজার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। গরু চুরির ঘটনায় ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
হুদাপাড়ার কৃষক বিপুল হোসেন নিজ বাড়িতে গরু-ছাগল পালন করেন। সম্প্রতি তিনি একটি নতুন গোয়াল তৈরি করেছেন। বুধবার রাতে তিনি ওই গোয়ালে তার দুটি গাভী ও তিনটি বাছুর রাখেন। মাঝরাতে গরুর খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়াল ফাঁকা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চুরির বিয়টি জানতে পারেন।
বিপুল হোসেন বলেন, ‘সকালে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও গরুর সন্ধান পাওয়া যায়নি। চুরি হওয়া গরুর বাজার দর প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হবে’।
এদিকে থেমে থেমে চৌগাছায় চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন মানুষ। অতি সম্প্রতি চৌগাছার তারিনিবাস ও কদমতলা হতে চারটি বড় গরু চুরি হয়। ভুক্তভোগীরা বিভিন্ন খোঁজ নেয়ার পাশাপাশি থানায় অভিযোগ দেন। কিন্তু আজও চুরি হওয়া গরুর কোনো সন্ধান তারা পাননি। উদঘাটিত হয়নি এসব চুরির সাথে জড়িতদের পরিচয়। গত সপ্তাহে চৌগাছা বাজারে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয়। এখনো পর্যন্ত তার কোন কুল কিনারা পাওয়া যায়নি বলে ব্যবসায়ী ধীরেন্দ্র নাথ দে জানান।

আরও খবর

🔝