gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
দামুড়হুদা উপজেলায় আলী মুনছুর বাবু ফের চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ০৮:২৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) অফিস:
GK_2024-05-08_663b8c4b463b3.jpg

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন। কোন ঘটনা ছাড়াই ৮ মে উপজেলা নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। দামুড়হুদা উপজেলার ৯৬টি ভোট কেন্দ্রের ৭শ’ বুথে ২ লাখ ৪৭ হাজার ৮২২ ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ৬৪ হাজার ৬৫২ ভোট।
এবারের নির্বাচনে দর্শনা পৌর, জুড়ুনপুর, নতিপোতা, নাটুদাহ, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর, মদনা, হাউলী ও দামুড়হুদা সদর ইউনিয়নের ৯৬টি ভোট কেন্দ্রে আলী মুনছুর বাবু ৪৯ হাজার ৯১০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এসএএম জাকারিয়া আলম পেয়েছেন ১৩ হাজার ৩৩২ ভোট ও অ্যাড. আবু তালেব পেয়েছেন ১ হাজার ৪১০ ভোট।
এদিকে, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক শফিউল কবীর ইউসুফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার কেন্দ্রগুলো পর্যবেক্ষন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা, ঝিনাইদহ র‌্যাব-৬ কমান্ডেন্ট সজিব, চুয়াডাঙ্গা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।

আরও খবর

🔝