gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫ ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী নায়েব আলী জোয়ারদার সন্ত্রাসী রমজান হত্যাকান্ড পুঁজি করে একটি মহলের ব্যবসা ৩২ রোহিঙ্গা তরুণ-তরুণী আটক
মেসির সুয়ারেজের জাদুতে গোল উৎসব মায়ামির
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ১২:৩৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-05_66372ffd2e7e0.jpg

লিওনেল মেসির রেকর্ড অ্যাসিস্ট আর লুইস সুয়ারেজের হ্যাটট্রিকের দিনে নিউইয়র্ক রেড বুলসের জালে গোল উৎসব করেছে ইন্টার মায়ামি।

আজ রোববার ভোরে ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসে নিজেদের ১২তম ম্যাচে নিউইয়র্ক রেডবুলসকে ৬-২ গোলে হারিয়েছে তারা। সুয়ারেজের হ্যাটট্রিক আর মেসির গোল ছাড়াও জোড়া গোল করেন মাতিয়াস রোজাস। অন্যদিকে একটি করে গোল করে ব্যবধান কমান দান্তে ভানজেইর ও এমিল ফর্সবার্গ।

এর আগে, ঘরের মাঠে রেডবুলসের বিপক্ষে পাত্তাই পায়নি মায়ামি। মেসির চোটের সুযোগ কাজে লাগিয়ে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এবার বিশ্বকাপজয়ী অধিনায়ককে ফিরে পেয়েই গোল উৎসবে মাতলো মায়ামি।

দুর্দান্ত জয় পেলেও শুরুটা অন্যরকম ছিল মায়ামির। ম্যাচের ৩০ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল রেড বুলস। এরপর ম্যাচের প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি মেসির মায়ামি।

এতে মনে হচ্ছিল, আরেকটি হারের হতাশাই সঙ্গী হতে যাচ্ছে মেসি-সুয়ারেজদের। তবে খোলস পাল্টেই বিরতি থেকে ফেরে মায়ামির খেলোয়াড়রা।

মাঠে নামার তিন মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা রোজাস। মিনিট দুয়েক পর স্কোরশিটে নাম তোলেন মেসিও। সুয়ারেজের পাস থেকে দলকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

এরপর মেসির পাস থেকে ম্যাচের ৬২তম মিনিটে রোজাস আবারও গোল করেন। পরের গল্পটা মেসি-সুয়ারেজময়। মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিজের হ্যাটট্রিকও তুলে নেন সুয়ারেজ।

এমএলএসে উরুগুইয়ান তারকার প্রথম হ্যাটট্রিকের দিনে শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই জয়ে ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান আরও মজবুত করলো মেসির দল।

 

আরও খবর

🔝