gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ব্রাজিলে ফিরছেন সিলভা
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৬:৩০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-04_66362c7633701.jpg

থিয়াগো সিলভা ইংলিশ ফুটবল ছেড়ে নিজ দেশের ক্লাব ফ্লুমিনেন্সে ফিরে যাচ্ছেন। দলবদলের বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, এরইমধ্যে বৃাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে যাওয়ার ব্যাপারে মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন ২০১৯ কোপা আমেরিকাজয়ী ব্রাজিল দলের সদস্য। ২০২৬ সালের জুন পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলবেন ৩৯ বছর বয়সী ডিফন্ডার।
এর আগে ফ্লুমিমেন্সের জার্সিতে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১৪৭ ম্যাচ খেলেছেন সিলভা। ডিফেন্ডার হয়েও গোল করেছিলেন ১৪টি। ২০০৭ সালে এই ক্লাবের হয়ে জিতেছিলেন কোপা ব্রাসিলিয়া এবং পরের বছর তার দল কোপা লিবার্তাদোরেসের রানারআপ হয়েছিল। ২০০৯ সালে তাকে আট মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ফ্লুমিনেন্স থেকে দলে ভেড়ায় এসি মিলান। ২০১০-১১ মৌসুমে এই ক্লাবের জার্সিতে ইতালিয়ান সিরি আ’র শিরোপা জেতেন সিলভা।
২০১২ সালে রেকর্ড ৪২ মিলিয়ন ইউরোয় সিলভাকে নিয়ে যায় পিএসজি। ফরাসি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় অধিনায়কের দায়িত্ব সামলানোর পাশাপাশি জিতেছেন সাতটি লিগ ওয়ান, পাঁচটি ফরাসি কাপের শিরোপা। তার নেতৃত্বে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল পিএসজি। দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচ দিয়েই ফ্রান্সের ফুটবলকে বিদায় জানান তিনি। এরপর ২০২০ সালে ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দেন তিনি। যেখানে প্রথম মৌসুমেই পান চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ। এরপর উয়েফা সুপার কাপ ও ফিফা বিশ্বকাপের শিরোপাও যোগ হয় তাদের সাফল্যের মুকুটে।

 

আরও খবর

🔝