gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মোরেলগঞ্জে হত্যা মামলার আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে এলাকাবসীর মানবন্ধন
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৩:৪০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
মোরেলগঞ্জ, (বাগেরহাট) প্রতিনিধি:
GK_2024-05-04_6636016fbd967.jpg

বাগেরহাটের মোরেলগঞ্জে আঃ হাকিম জোমাদ্দার (৬০) নামে এক ঘের ব্যবসায়ীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার মূল আসামীদের গ্রেফতারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার সকাল ১০টায় উপজেলা নিশানবাড়ীয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের পলিটিক্স এলাকায় এ মানববন্ধনে ৫ শতাধীক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন থেকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত ২৬ এপ্রিল শুক্রবার সকাল ৭টার দিকে গুয়াতলা গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী আঃ হাকিম জোমাদ্দারের বসত বাড়িতে প্রতিপক্ষের লোকেরা সন্ত্রাসী হামলা চলিয়ে ১০জনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এদের মধ্যে গুরুতর জখমী হাকিম জোমাদ্দারকে চিকিৎসায় নেয়ার পথিমধ্যে সন্ত্রাসীরা পুনরায় তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার নিহতের ভাই হারুন জোমাদ্দার বাদি হয়ে হামলাকারী একই গ্রামের সহিদুল হাওলাদার, কবির হাওলাদারসহ এজাহার নামীয় ২৪ জন ও আরও অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৯ দিন অতিবাহিত হয়ে গেলেও থানা পুলিশ মূল আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভ ও মানবন্ধন থেকে বক্তরা অনতিবিলম্বে মূল আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্ত মূলক বিচারসহ ফাঁসির দাবি জানান আইন প্রয়োগকারী সংস্থার উর্ধ্বতণ প্রশাসনের প্রতি।
এ সময় বিক্ষোভ ও মানববন্ধনে বকৃতা করেন, নিশানবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ গফ্ফার খান, বাংলাদেশ ওয়ারকার্স পার্টির মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম খান, নিহত হাকিম জোমাদ্দারের স্ত্রী জামিলা বেগম, একমাত্র ছেলে মেহেদী হাসান জোমাদ্দার, ভাই হারুন জোমাদ্দার, ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম, ভাইয়ের ছেলে আল আমিন জোমাদ্দারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল সকাল ৭টার দিকে গুয়াতলা গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ঘের ব্যবসায়ী আঃ হাকিম জোমাদ্দারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ওই দিন নিহতের ভাই হারুন জোমাদ্দার বাদি হয়ে একই গ্রামের প্রতিপক্ষ খালেক হাওলাদারের ছেলে সহিদুল হাওলাদার, কবির হাওলাদার ও নুরুল ইসলাম হাওলাদাসহ ২৪ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহার নামীয় ১৬ নং আসামী হাসান হাওলাদার, ২১ নং আসামী সালাম ফকির, ২৪ নং আসামী জাহানারা বেগম, ২২ নং আসামী নাজমা বেগম ও ২৩ নং আসামী লাইজু বেগমসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন।
এদিকে নিহত আঃ হাকিম জোমাদ্দারের ছেলে মেহেদী হাসান অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে আমার পিতাকে হত্যা করে সন্ত্রাসীরা প্রকাশ্যে উল্লাস করেছে। প্রশাসনের আধুনিক প্রযুক্তি থাকা স্বত্বেও ঘটনার ৯দিন অতিবাহিত হয়ে গেলেও মূল আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। এর পিছনে কি আছে, কারন কোথায় এলাকাবাসী জানতে চায়। আসামীরা ধরা ছোয়র বাহিরে রয়েছে, এ নিয়ে এলাকায় গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গুয়াতলা গ্রামের আঃ হাকিম জোমাদ্দার হত্যা মমলায় ৫জন আসামী গ্রেফতার রয়েছে, মূল আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ, পিবিআই ও র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

🔝