gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ক্যাবের ১৩ সুপারিশ
প্রকাশ : শনিবার, ৪ মে , ২০২৪, ০৯:১৮:০০ এ এম
:
GK_2024-05-03_6634bfc013478.jpg

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভর্তুকি তুলে দিয়ে জ্বালানির দাম বাড়িয়ে সরবরাহ ব্যয় সমন্বয়ের যে পরামর্শ দিয়েছে, তার সঙ্গে একমত নয় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এ সংগঠন মনে করে, মূল্য বৃদ্ধি না করেই ভর্তুকি প্রত্যাহার সম্ভব। এই লক্ষ্য অর্জনে জ্বালানি খাতের ‘অস্বচ্ছতা, অপব্যয়, অমিতব্যয়িতা, অব্যবস্থাপনা’ দূর করাসহ ১৩টি পরামর্শ দিয়েছে তারা।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত ‘অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে এসব পরামর্শ তুলে ধরা হয়। ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, ঋণ কর্মসূচির আওতায় পর্যবেক্ষণে আসা আইএমএফের প্রতিনিধি দল ২৫ এপ্রিল অর্থ বিভাগের বাজেট অনু-বিভাগের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ গ্যাস ও সারে ভর্তুকি উঠিয়ে দাম বৃদ্ধির মাধ্যমে সরবরাহ ব্যয় সমন্বয়ের সুপারিশ করেছে। “ভর্তুকির অর্থ (তারা) সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমে খরচ করার পরামর্শ দিয়েছে। এ প্রসঙ্গে অর্থ বিভাগ বলেছে, খাদ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত কৃষিতে পর্যাপ্ত ভর্তুকি দেবে সরকার। বোঝা যায়, জ্বালানি নিরাপত্তার বিষয়টি তাদের মাথায় নেই।”
কীভাবে তা সম্ভব, তা ব্যাখ্যা করে শামসুল আলম বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা প্রতিরোধ করা গেলে এবং ন্যূনতম ব্যয় ও জ্বালানি সরবরাহ করার নীতি ও কৌশল গ্রহণ করা হলে বিদ্যুৎ খাতে বিদ্যমান ঘাটতি প্রায় ৪০ হাজার কোটি টাকা মূল্য বৃদ্ধি সমন্বয় সম্ভব হত। কিন্তু এমন কোনো পরামর্শ তো আইএমএফ-এর নিকট থেকে আসে না। ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, ‘আমরা ঋণ নিয়েছি কেন? আমাদের অর্থনীতি প্রায় খালির কাছাকাছি পৌঁছে গেছে। সেই হিসাবে আইএমএফ আমাদের ঋণ সহায়তা দিয়েছে। এখন আইএমএফের কাছে আমাদের দাবি, আপনারা ন্যায়সঙ্গত পরমর্শ দেবেন। আপনারা পরামর্শ দিয়েছেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে ভুর্তুকি হ্রাস করার। কিন্তু আপনারা বলছেন না, এটির কোনো বিকল্প আছে। আপনারা দেখছেন না, পরীক্ষা করছেন না এটির কোনো বিকল্প আছে কিনা।’ আমরা ক্যাবের এ ধরণের বক্তব্যের সাথে একমত পোষণ করি। আমরা তাদের ১৩ দফা সুপারিশ বাস্তবায়নের আহবান জানাচ্ছি।

আরও খবর

🔝