gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
কমলগঞ্জে তিন পদে ১১ জনের মনোনয়ন জমা
প্রকাশ : শুক্রবার, ৩ মে , ২০২৪, ১২:৩৬:০০ পিএম
মালিক মিয়া, কমলগঞ্জ প্রতিনিধি:
GK_2024-05-03_66347ce790064.jpg

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জে (৩য় ধাপে) তিন পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (০২ মে) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনের পাশাপাশি সরাসরিও এ মনোনয়ন পত্র জমা দেন।
জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ৩য় ধাপে আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন তাদের মনোনয়ন পত্র জমা দেন। মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহষ্পতিবার (২ মে) উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিন পদে মোট ওই ১১ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্য্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা দুর্নীীত প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ (বুলবুল), চমন উদ্দিন ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দেক আলী, হাফেজ মাওলানা মো: আব্দুল ওহাব, নিরঞ্জন দেব, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায় মনোনয়ন জমা দেন। মনোয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীর সমর্থকেরা সকাল থেকে উপজেলা রিটার্ণিং কার্যালয়ের সম্মুখে জড়ো হন। তবে কমলগঞ্জে এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জামাত ইসলামের এবং জাতীয় পার্টির কোন কেউ মনোনয়নপত্র জমা দেননি।

আরও খবর

🔝