gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ ভুয়া ভিসা ও ভুয়া বিমান টিকিট সরবরাহ

চৌগাছায় বিদেশ পাঠানোর নামে হুনু চক্রের প্রতারণা
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ১০:২০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-02_6633bd91adec0.jpg

চৌগাছার পল্লীতে বিদেশ পাঠানোর নামে অব্যাহত প্রতারণা করে চলেছেন শমসের আলী ওরফে হুনু চক্র। অবস্থা এতোটাই বেগতিক যে ভুয়া ভিসা ও ভুয়া বিমান টিকিট ও মালোয়েশিয়ার ভুয়া সিম কার্ডও দেয়া হয়েছে ভুক্তভোগী বড় নিয়ামতপুরের মনিরুল ইসলামকে।
এ ঘটনায় ভুক্তভোগী দৈনিক গ্রামের কাগজ দপ্তরে এসে কান্না বিজড়িত কণ্ঠে অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিকার ও ঘটনায় জড়িতদের আটকের দাবিতে থানায় অভিযোগও করেছেন তিনি।
যদিও প্রতারণার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হুনু জানিয়েছেন, ধৈর্য্য কম অভিযোগকারীর। তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন বিদেশ পাঠাতে।
অভিযোগ থেকে তথ্য মিলেছে, চৌগাছার পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুরের আনছার আলীর ছেলে মনিরুল ইসলামকে ভাল চাকরি দিয়ে মালোয়েশিয়ায় পাঠানোর জন্য চুক্তিবদ্ধ হন একই গ্রামের মৃত বড় হাজরার ছেলে শমসের আলী ওরফে হুনু ও পাশের পুষ্টিঘাটা গ্রামের হযরত আলীর ছেলে টুটুল গং। নগদ ২ লাখ টাকা এবং মালোয়েশিয়ায় পৌঁছে বাকি ২ লাখ টাকা শোধ করার টোপ দিয়ে টাকা লেনদেন করেন হুনু চক্র। দরিদ্র মনিরুল ইসলাম তার সহায় সম্বল বিক্রি করে গত বছরের ৫ ফেব্রুয়ারি বড় নিয়ামতপুরে তার বাড়িতে বসে দুই লাখ টাকা প্রদান করেন। এলাকার আলম, রবিউল ইসলাম, বিউটি খাতুনসহ অনেকের সামনে হুনুর হাতে ওই টাকা প্রদান করেন মনিরুল ইসলাম। টাকা নেয়ার সময় হুনু ও টুটুল চক্র তাকে তিন মাসের মধ্যে বৈধ ভিসা দিয়ে মালোয়েশিয়ায় পাঠানোর চুক্তি করেন। প্রতিশ্রুতি অনুযায়ী মনিরুল ইসলামকে বিদেশে না পাঠিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে টালবাহানা শুরু করেন। কাল্পনিক কথাবার্র্তা বলে ঘুরাতে থাকেন। একপর্যায়ে হুনু চক্র মনিরুলকে বিদেশ পাঠানোর নামে ভুয়া একটি টিকিট দেন। যা ভারতে যাওয়ার একটি ভুয়া বিমান টিকেট ও কাগজপত্র। এছাড়া ভুয়া ভিসা হাতে ধরিয়ে দিয়ে কালক্ষেপণ করে আসছিলেন। বিষয়টি অনলাইনে চেক করে মনিরুল ইসলাম দেখেন সবই ভুয়া। অব্যাহত প্রতারণা ও বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চান মনিরুল। বিষয়টি নিয়ে বিরোধ সৃষ্টির একপর্যায়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তির মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু হুনু ও টুটুল গং টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন। সর্বশেষ গত ২৫ এপ্রিল হুনুর বসত বাড়ির সামনে গিয়ে পাওনা দুই লাখ টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করেন তারা। পারলে টাকা আদায় করে নিস বলে তাকে হত্যা করে বুড়ি গঙ্গা নদীতে লাশ ভাসিয়ে দেয়ার হুমকি দেন বলে অভিযোগ মনিরুলের। বিদেশে পাঠানোর নামে অব্যাহত প্রতারণার ও টাকা আত্মসাৎ ঘটনায় হুনুকে দ্রুত আটক ও শাস্তি দাবি করেছেন মনিরুল ও তার পরিবারের সদস্যরা।
এদিকে, অভিযোগের ব্যাপারে কথা বললে শমসের আলী হুনু গ্রামের কাগজকে জানিয়েছেন, প্রতারণার অভিযোগ সত্য নয়। মনিরুলের ধৈর্য্য কম। তাকে বিদেশ পাঠানোর ইচ্ছে আছে তার। তবে ভুয়া ভিসা, ভুয়া টিকিট দেয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে আমতা আমতা করেন হুনু।

আরও খবর

🔝