gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
গৃববধূ হত্যার অভিযোগে ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৯:৩৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-02_6633b3623071b.jpg

কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের গৃহবধূ দুলী খাতুনকে হত্যার অভিযোগে সৎ ছেলে ও স্ত্রী-সন্তানসহ পাঁচজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার নিহতের পুত্রবধূ তহমিনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা সে মর্মে আদালতে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কেশবপুর থানার ওসিকে।
আসামিরা হলেন নিহত দুলী খাতুনের সৎ ছেলে মতিয়ার রহমান ও তার স্ত্রী নুরুন্নাহার, ছেলে আব্দুস সালাম, আবিজার রহমান ও তার স্ত্রী আকলিমা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, সাতবাড়িয়া গ্রামের হানিফ সরদারের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ছেলেমেয়েদের অমতে ২৭ বছর আগে দুলী খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর আগে হানিফ সরদার স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। এরমধ্যে পিতার সম্পত্তি ভাগাভাগি হয়। কিন্তু তা মেনে নিতে পারেনি আসামিরা। সৎ মা দুলী খাতুনকে হত্যার পরিকল্পনা করেন তারা।
গত ১৪ মার্চ পুর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা দুলী খতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর স্ট্রোকে মারাগেছেন বলে প্রচার করেন। আত্মীয়-স্বজনদের না জানিয়ে তাড়াহুড়ো করে দুলী খাতুনের দাফন সম্পন্ন করেন আসামিরা। পরে খোঁজ নিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত হয়।

 

আরও খবর

🔝