gramerkagoj
রবিবার ● ১২ মে ২০২৪ ২৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ যশোর জেনারেল হাসপাতালের তিনদিনব্যাপী ক্যাম্প সমাপ্ত

বিনামূল্যে ঠোঁট ও তালুকাটা অপারেশনের সুযোগ পেয়ে স্বাভাবিক জীবনে ১৪ শিশু
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ১০:১৬:০০ পিএম , আপডেট : রবিবার, ১২ মে , ২০২৪, ১০:৫১:৩৭ এ এম
কাগজ সংবাদ ::
GK_2024-04-28_662e76b28f191.jpg

যশোর জেনারেল হাসপাতালে শেষ হয়েছে তিনদিনব্যাপী ঠোঁট ও তালুকাটা শিশুদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প। এতে চিকিৎসা প্রদান করেন ঢাকার স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার সাফকাত হোসেন খন্দকার। ক্যাম্পে ১৪ জন শিশুকে বিনামূল্যে অপারেশন করা হয়। ক্যাম্প চলে ২৫ থেকে ২৭ এপ্রিল।
আট মাস বয়সের ঠোঁট কাটা রোগী আমির হোসেনের বাবা সদর উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল কাদের জানান, জন্মের পর থেকে তিনি তার সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় ছিলেন। দরিদ্র হওয়ায় অপারেশনের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে যায়। পরে তিনি জানতে পারেন যশোর জেনারেল হাসপাতালে বিনামূল্যে এই অপারেশন করা হবে। তখন তিনি হাসপাতালে যোগাযোগ করে তার সন্তানের অপারেশন সম্পন্ন করেন। এখন তার সন্তানের মুখ স্বাভাবিক।
চুড়ামনকাটি ইউনিয়নের বিজয়নগর গ্রামের মুসলিমা খাতুন জানান, তার ছেলে জিসানকে (২) নিয়ে বড় সমস্যায় পড়তে হয় তাকে। তিনি শুনেছেন এসব অপারেশন করতে ৫০ হাজারের মতো টাকা লাগে। এতো টাকা জোগাড় না করতে পেরে তিনি ভেঙে পড়েন। কিন্ত বিনামূল্যে তার ছেলেকে অপারেশন করতে পেরে তিনি এখন খুশি।
চাঁচড়া এলাকার আহনাফ ইসলাম দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার ঠোঁট কাটা থাকায় স্পষ্ট করে কথা বলতে পারে না। ক্লাসের বন্ধুরা তার সঙ্গে হাসি তামাশা করত। এ কারণে সে সবার আড়ালে থাকতে ভালবাসতো। অপারেশন করিয়ে নতুন জীবন ফিরে পেয়েছে আহনাফ।
যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক অধ্যাপক আবু হাসনাত মোহম্মদ আহসান হাবীব জানান, বিনামূল্যে এই ক্যাম্প থেকে দূর দূরান্তের ঠোঁট ও তালুকাটা রোগীদের উন্নতমানের অপরেশনের মাধ্যমে স্বাভাবিক ও সুন্দর মুখচ্ছবিসম্পন্ন জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। মানুষের কল্যাণে এই ক্যাম্পের ধারাবাহিকতা আগামী দিনেও চলমান থাকবে বলে জানান তিনি।

আরও খবর

🔝