gramerkagoj
সোমবার ● ১৩ মে ২০২৪ ২৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পাকিস্তানের নতুন কোচ কারস্টেন-গিলেস্পিক
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৬:৩৬:০০ পিএম , আপডেট : রবিবার, ১২ মে , ২০২৪, ১০:৫১:৩৭ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-28_662e4302c33ec.jpg

পাকিস্তান জাতীয় দলের কোচ কারা হতে যাচ্ছেন, সেটি আগে থেকেই অনুমিত ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। সেই আনুষ্ঠানিকতাও শেষ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিয়োগ দেওয়া হয়েছে জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেনকে।
অস্ট্রেলিয়ান সাবেক পেসার গিলেস্পিকে টেস্ট ফরম্যাটের প্রধান কোচ আর দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার কারস্টেনকে ওয়ানডে ও টি-২০ দলের প্রধান কোচ ঘোষণা করেছে পিসিবি। এই দুই কোচকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন কোচদের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
সুখবর পেয়েছেন শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পাওয়া আজহার মাহমুদও। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে তিন ফরম্যাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলছে পিসিবি।

আরও খবর

🔝