gramerkagoj
শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪ ৬ আশ্বিন ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কম্বোডিয়ায় সেনা ঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ সেনা নিহত
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০১:০৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-04-28_662dee4a6cbef.jpg

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। অবশ্য এই বিস্ফোরণের কারণ জানা যায়নি। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ জন সেনা নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কাম্পং স্পেউ প্রদেশে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে এবং প্রধানমন্ত্রী হুন মানেট বলেছেন, তিনি এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।
অবশ্য বিস্ফোরণের কারণ ঠিক কী সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মানেট বলেছেন, তিনি নিহত সৈন্যদের পরিবারের প্রতি তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একাধিক বিস্ফোরণের ঘটনা শোনা যায়। স্থানীয় সময় দুপুর প্রায় পৌনে তিনটার দিকে এসব বিস্ফোরণ ঘটে। যদিও ওই ফুটেজের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।
অন্যান্য ছবিতে একটি ধ্বংসপ্রাপ্ত গুদাম, ক্ষতিগ্রস্ত সামরিক ট্রাক এবং একটি শিশুকে চিকিৎসা করা হচ্ছে বলে দেখা যাচ্ছে। কম্বোডিয়ার সেনাবাহিনী বলেছে, ‘গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণের’ এই ঘটনায় সম্পূর্ণরূপে অস্ত্র বোঝাই একটি ট্রাকও ধ্বংস হয়ে গেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, একটি অফিস বিল্ডিং এবং আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এছাড়া আশপাশের ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানেট বলেছেন, কর্তৃপক্ষ জরুরিভাবে এই ঘটনায় নিহত সৈন্যদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করবে এবং অর্থ প্রদান করবে।
নিহতদের পরিবার ২০ হাজার মার্কিন ডলার করে পাবে, আর আহত সৈন্যরা পাবে ৫ হাজার মার্কিন ডলার করে। তিনি বলেন, ‘আমি সৈন্যদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে চাই, এবং সৈন্য ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এর আগে ২০০৫ সালে বাটামবাংয়ের কাছে একটি সামরিক অস্ত্র ডিপোতে বিস্ফোরণে পাঁচ কম্বোডিয়ান নিহত এবং আরও তিনজন আহত হয়েছিল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝