gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৮:৪২:০০ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-04-24_66291a97c46b5.jpeg

নড়াইলে পারিবারিক সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাচড়া মাদ্রাসাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মফিজ মোল্লার স্ত্রী পারভিন বেগম, আবেদ মোল্লার স্ত্রী লিপি বেগম এবং বজরুল মোল্লা। মফিজ মোল্লা, আবেদ মোল্লা ও বজরুল মোল্লা আপন ভাই।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপুরে পারভিন বেগম ও লিপি বেগম পক্ষের সঙ্গে তাদের ভাসুর বজরুল মোল্লার পক্ষের সংঘর্ষ হয়। এতে পারভিন বেগম ও লিপি বেগম এবং তাদের প্রতিপক্ষ গ্রুপের ভাসুর বজরুল মোল্লা আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একই পরিবারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

 

 

আরও খবর

🔝